বিস্ফোরক আইনে পুলিশের দায়ের করা একটি মামলায় মাগুরায় বিএনপি ২৪ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার(২৭ এপ্রিল) দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে বিএনপি ও অংগ সংগঠনের ৩০ জন নেতা কর্মী আত্মসমর্পন করলে বিঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার রায় ৬ জনের জামিন মঞ্জুর করে বাকী ২৪ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারী মাগুরা সদর থানায় পুলিশ বাদী হয়ে ৩৬ জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে।
এই মামলায় আসামীরা গত ১ মার্চ উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আদালতের নির্দেশে আসামীরা গত ১১ মার্চ মাগুরা জেলা জজ আদালতে হাজির হলে আদালত ২৭ এপ্রিল জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।
সেই অনুযায়ী আসামীরা বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত ৬ জনের জামিন মঞ্জুর করে। বাকি ২৪ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় আসামী পক্ষে অ্যাডভোকেট, নিতাই রায় চৌধুরী, শাহেদ হাসান টগর, রোকনুজ্জামান খানসহ একাধিক আইনজীবী জামিন শুনানীতে অংশ নেন এবং জামিনের আবেদন করেন। সরকার পক্ষে পিপি এস্কেন্দার আজম বাবলু জামিনের বিরোধিতা করেন। বিজ্ঞ বিচারক শুনানী শেষে উল্লেখিত নির্দেশ দেন।
যূথী/দীপ্ত সংবাদ