পটুয়াখালীর কলাপাড়ায় দলীয় সাইনবোর্ড ব্যবহার করে খাস জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ফজুলল হক মৃধার বিরুদ্ধে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রবেশপথের পাশে সরকারি খাস খতিয়ানের ৬৪৪১ নং দাগে একটি ঘর নির্মাণ করেন ফজুলল হক ও তার অনুসারীরা। ঘরটিতে “৫ নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়” লেখা সাইনবোর্ড ব্যবহার করা হয়।
এ ঘটনায় বিএনপি নেতাকর্মীসহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু ফজুলল মৃধা দাবি করেছেন, ঘরটি খাস জমিতে নয়, বরং কার্ডের জমিতে মালিকের সঙ্গে চুক্তিনামা করে নির্মাণ করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদীক জানিয়েছেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ঘরটি দ্রুত সরানো না হলে তা ভেঙে দেয়া হবে।
মো. ইমরান/দীপ্ত নিউজ