বিএনপিকে সরকার কোনো ফাঁদে ফেলে আনেনি এবং কোনো প্রলোভনও দেখাচ্ছি না। বিএনপিকে নির্বাচনে ডাকার কিছু নেই। নির্বাচনে আসা তাদের সুযোগ নয়, অধিকার। নির্বাচনে না এলে, তাদের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১০ মে) সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ায় গণপরিবহনকে বৈদ্যুতিক পরিবহনে ত্বরান্বিতকরণ শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
আওয়ামী লীগকে নির্বাচনী ইস্যুতে মির্জা ফখরুল বিশ্বাস করেন না– এমন প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগকে তারা বিশ্বাস করছে না, কিন্তু কেন? নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হওয়ার কথা সেভাবে হবে। তাদের নিজেদের অধিকার যেভাবে প্রয়োগ করা উচিত সেভাবে নিজেরা করবে।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে কাদের বলেন, ‘বিএনপি আজ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। তারা বায়াসড তত্ত্বাবধায়ক সরকার চায়; যারা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।’
এফএম/দীপ্ত সংবাদ