যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির তিন নেতাকে পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণের বিষয়টি ইতিবাচক। এমনটাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
ফেব্রুয়ারি ৫–৬ তারিখ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট‘। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট–ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১১ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো বার্তায় এই তথ্য জানান।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে প্রথমবার বিএনপির শীর্ষ তিন নেতা আমন্ত্রণ পাওয়া ইতিবাচক বলে মনে করেন দিলটির নেতাকর্মীরা।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশ থেকে আর কাউকে আমন্ত্রণ করা হয় কি না, তার জন্য অপেক্ষা করতে হবে।
একশটির বেশি দেশের সাড়ে তিন হাজারের মতো অতিথি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নেবেন বলে গণমাধ্যমে খবর এসেছে। বার্ষিক এই অনুষ্ঠানটি প্রথমে ‘প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট‘ নামে পরিচিত ছিল। ১৯৭০ সালে এর নামকরণ হয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট‘।
আল