বেগম খালেদা জিয়া’র মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে অনশন কর্মসূচী পালন করে রাঙামাটি জেলা বিএনপি।
শনিবার (১৪ অক্টোবর) সকালে কাঁঠালতলীস্থ দলীয় কার্যালয়ে দুপুর পর্যন্ত চলে এই কর্মসূচী। কর্মসূচী চলাকালীন এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতৃবৃন্দের চেষ্টার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নেতাকর্মীদের সূত্রে জানা যায়, সম্প্রতি কেন্দ্র থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিতে নাছির উদ্দিনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। এতে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সদস্য সচিব অনশন কর্মসূচিতে যোগদানকে কেন্দ্র করে এই হাতাহাতির ঘটনার সূত্রপাত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ–ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. দীপেন দেওয়ান, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপেন তালুকদার (দীপু), সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ মামুন, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো) প্রমুখ।
অনশন কর্মসূচীতে জাতীয়তাবাদী দল, অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ‘এখন খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা দরকার। ডাক্তাররা বলেছেন যা দেশে সম্ভব না। আমরা অনেকদিন ধরেই তাকে বিদেশে নেয়ার কথা বলছি। কিন্তু সরকার কর্ণপাত করছে না। এখন একেবারে শেষ সময় চলে এসেছে। অবিলম্বে বিদেশে নেয়া দরকার, না হলে তাকে বাঁচানো যাবে না।’ নেত্রীর কিছু হলে বাংলা জনগনকে সাথে নিয়ে এই সরকারকে দায়ী করে ভয়ংকর প্রতিশোধ নেয়ার হুশিয়ারে দেয়া হয় অনশন কর্মসূচীতে।
অনশন কর্মসূচিতে হাতাহাতির ঘটনায় জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু জানান, আমাদের অভ্যন্তরীন বিষয় নিয়ে সামান্য উত্তেজনা হয়েছিল। নেতৃবৃন্দ বিষয়টি সমাধান প্রক্রিয়া আছে।
মিশু দে/পূর্ণিমা/দীপ্ত নিউজ