বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সবাই ‘একাত্তরের মতো ঐক্যবদ্ধ’ থাকুন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এক নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিল। তরুণ–যুবক যারা, তারা আপনারা বইয়ের পাতায় পড়েছেন, মুরুব্বি যারা আছে, আমাদের বয়সী যারা আছে, তারা দেখেছেন, জানেন; সেই যুদ্ধে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই যুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছিল। পরবর্তীতে ২৪ সালের ৫ আগস্ট সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এই দেশের ছাত্র–জনতাসহ সকল শ্রেণি–পেশার মানুষ।
তিনি বলেন, সেই একাত্তর সালের যুদ্ধই হোক, ২৪–এর আন্দোলনই হোক কে পাহাড়ি মানুষ, কে সমতলের মানুষ, কে বৃহৎ জনগোষ্ঠীর মানুষ, এটি কিন্তু কেউ দেখেনি। রাজপথে সবাই পাশাপাশি আন্দোলন করেছে, একাত্তর সালে যুদ্ধে সবাই একসাথে যুদ্ধ করেছে। কে মুসলিম, কে খ্রিষ্টান, কে অন্য ধর্মের মানুষ, কেউ দেখেনি। এবারও ১২ তারিখে নির্বাচনে আমাদের সকলকে ধর্ম–বর্ণ নির্বিশেষ একসাথে থাকতে হবে।
তারেক রহমান এর কারণ ব্যাখ্যা করে বলেন, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচার বিদায় করেছি, আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনে একসাথে থাকি— তাহলে অবশ্যই এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারব।
তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব, আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের শাসন কায়েম করা সম্ভব হবে, আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।
বিএনপি চেয়ারম্যান ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুরের বিএনপির ২৩ প্রার্থীকে ধানের শীষ হাতে পরিচয় করিয়ে দিয়ে বলেন, আমি আপনাদের দায়িত্ব দিলাম, তাদেরকে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।
সারাদেশে নির্বাচনী প্রচারাভিযানের অংশ হিসেবে তারেক রহমান দুপুরে সড়কপথে ময়মনসিংহ আসেন। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর এই চার জেলা থেকে নেতা–কর্মীরা সার্কিট হাউজের বিশাল মাঠে অংশ নেন।
ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি ভোরবেলা ভোট কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে যাবেন। ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন। কিন্তু, ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। ভোটকেন্দ্রের সামনে থাকতে হবে। কড়ায়–গণ্ডায় বুঝে নিয়ে আসবেন।
তিনি বলেন, বহু বছর হয়ে গেছে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। যেহেতু আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। এর আগে বিভিন্নজন বিভিন্নভাবে ভোট লুটপাট করে নিয়ে গেছে। এবার আমাদেরকে সজাগ থাকতে হবে। যাতে করে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে।
উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, পারবেন তো পাহারা দিয়ে সতর্ক থাকতে? সমস্বরে সবাই হ্যাঁ বললে তারেক রহমান বলেন, ইনশাল্লাহ।