নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থানে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ১০ ডিসেম্বরের মতো ভবিষ্যতে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হবে। গতকাল আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় তিনি আরো বলেন, বিদেশি কারো সাথে টানাপোড়েন হলে, কূটনৈতিকভাবে সমাধান করা হবে।
বিজয় শোভাযাত্রায় অংশ নিতে পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণস্থল সোহরাওয়ার্দী উদ্যানের পাশে এভাবেই জড়ো হয় আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা মহানগরীর ১৫টি নির্বাচনী এলাকা, ৪১টি থানা এবং শতাধিক ওয়ার্ড থেকে অসংখ্য মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মীরা।
রাস্তায় খোলা ট্রাকের ওপর করা মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশিদের কাছে ধর্না দিয়ে ফেল করেছে বিএনপি। নির্বাচনেও ফেল করবে তারা। বিজয় শোভাযাত্রা শুরু হলে রাস্তায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের ঢল নামে। নেতাকর্মীদের হাতে শোভা পায়- জাতীয় ও দলীয় পতাকা, জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবিসংবলিত পোস্টার এবং নানা ধরণের প্ল্যাকার্ড।
জয় বাংলা স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। লাল-সবুজ টি-শার্ট, ক্যাপ ও শাড়ি পরে শোভাযাত্রায় অংশনেয়া নেতাকর্মীদের নাচে-গানে ভিন্ন রূপ নেয় রাজধানী।