বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। এটিই বিএনপি’র কমিটমেন্ট বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, দেশের জনগণ পাশে থাকলে কঠোর হস্তে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে। যাতে দেশের সাধারণ খেটে–খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারেন।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলার পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপি সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন, যদি আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করি, তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদের দুটো (দুর্নীতি ও নিরাপত্তা) বিষয়ে খুব কড়াকড়িভাবে নজর দিতে হবে। কারণ, এই দুটো বিষয় বাংলাদেশকে, দেশের জনগণকে তাদের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে।’
তিনি আরও বলেন, ‘অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী এবং অপরাধী যে–ই হোক, তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাজেই দুর্নীতি যেই করুক, দুর্নীতি যারাই করুক, তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে।
বিএনপি চেয়ারম্যান জানান, আজকে আমি এখানে লাখ লাখ মানুষের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেসব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে বাধাগ্রস্ত করে, তাদের কোনো ছাড় আমরা দেব না।’
তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালে দেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। ২০২৪ সালে মানুষ সেই স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন করেছেন, প্রাণ দিয়েছেন। কারণ মানুষ আরেকটি পরিবর্তন চেয়েছিলেন। ২০২৪ সালে সেই ছাত্র–জনতা সেই পরিবর্তন করেছে।’
এর আগে, দুপুর ১২টা ২৫ মিনিটে মঞ্চে উঠেন তারেক রহমান। বিএনপি নেতাকর্মীরা এ সময় তাকে হাত নেড়ে অভিবাদন জানান। এ সময় চট্টগ্রাম জেলার ভাষায় বিএনপি চেয়ারম্যান বলেন, ‘অন্যেরা কেন আছন?’ (আপনারা কেমন আছেন?)
এছাড়া, সমাবেশ মঞ্চে তারেক রহমান বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার ‘ধানের শীষ‘ প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
এসএ