বিজ্ঞাপন
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

বিএনপি অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না : তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপি অন্যায়কারীকে কখনোই প্রশ্রয় দেয় না। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটাই বিএনপির সবচেয়ে বড় পার্থক্য।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

সম্প্রতি বিভিন্ন মহল থেকে বিএনপি নেতাকর্মীদের নানা কাজের সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জনগণ সমর্থন করে না, বিএনপি এমন কাজ না করার নীতিতে চলে। তা সত্ত্বেও লক্ষ লক্ষ নেতাকর্মীর মধ্যে কিছু লোক হয়তো এমন কিছু কাজ করছে, যা নৈতিকভাবে সমর্থনযোগ্য না। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি।’

তারেক রহমান বলেন, ‘বিএনপিই একমাত্র দল, যারা অন্যায়কারী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, এমন কাজ করলে কাউকে ছাড় দেয় না, অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না। কারণ বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাওয়া।’

বিএনপির বিরুদ্ধে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। অন্যায়ের ব্যাপারে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে।’

অতি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। আমরা প্রত্যাশা করি, জরুরি কিছু সংস্কার কাজ শেষ করে যত দ্রুত সম্ভব তারা দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন।’ স্বৈরাচারী সরকার দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এখন আমরা সংস্কার প্রস্তাবের নামে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন কথা বলতে শুনছি। ক্ষমতার ভারসাম্যের কথা শুনছি, অনেকে রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছেন। অবশ্যই যে যার মত প্রকাশ করতেই পারেন। কিন্তু যখন স্বৈরাচারী শাসক দীর্ঘসময় ধরে রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করেছিল, তখন রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছে। রাষ্ট্রের সংস্কারের ৩১ দফা প্রস্তাব উপস্থাপন করেছে। তখন কারো মুখে সংস্কারের কথা শুনিনি।’

তিনি বলেন, বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। এই সম্মেলনে আগত প্রায় সব কাউন্সিলরের নামে বহু মিথ্যা মামলা রয়েছে। তা সত্ত্বেও বিএনপি ও আরও কিছু গণতান্ত্রিক রাজনৈতিক দল স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে লড়াই চালিয়ে গেছে। অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করতো, স্বৈরাচারের পতন হবেই।

আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More