দিনাজপুরে ট্রাক–ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত এবং ইজিবাইকে থাকা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেপালিয়ান ২জন শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রর সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালকের নাম একরামুল হক (৪২)। তিনি দিনাজপুর পৌরসভার রামনগর (গোবরাপাড়া) এলাকার নেহাজ উদ্দীনের ছেলে।
আহত দুই নেপালিয়ান শিক্ষার্থী মকবুল আলম ও কপিল গাসী‘কে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মকবুল হাবিপ্রবির কৃষি অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী এবং কপিল একই অনুষদের লেভেল ২, সেমিস্টার ১ শিক্ষার্থী।
এলাকাবাসী, ও কোতয়ালী পুলিশ সূত্রে জানা গেছে, হাবিপ্রবির শিক্ষার্থী ইজিবাইকে করে ক্যাম্পাস থেকে শহরে আসার পথে মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র অতিক্রম করার সময় বিপরীত থেকে আসা বিআরটিসি‘র একটি ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দিলে ইজিবাইক চালক ও ২শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা স্থানীয়দের সহায়তায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইজিবাইক চালক মারা যায়।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ ফরিদ হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও ২ শিক্ষার্থী আহতের খবর পেয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম হাসপাতাল পরিদর্শন করে নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দান করেন।
এসএ/দীপ্ত নিউজ