রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২–২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি–পরীক্ষা শেষ হচ্ছে আজ। বুধবার (৩১ মে) বি ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার বি ইউনিটে ৩০ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এম সি কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। তিনটি শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত।
এ বছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৬৭টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৭৮ হাজার ৫৯১ জন পরিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন। এর মধ্যে ছাত্র পরিক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৮৩৮ জন এবং ছাত্রী পরিক্ষার্থীর সংখ্যা ৭৭ হাজার ৭৫৩ জন। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৮১৬ টি।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।
ইউ. আদনান/আফ/দীপ্ত নিউজ