মানিকগঞ্জের সিঙ্গাইরে পরকীয়া প্রেমিকের সঙ্গে অভিমান করে আত্মহত্যার করেছেন পারভীন আক্তার (৩০) নামে এক গৃহবধূ।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পারভীন আক্তার উপজেলার বলধারা ইউনিয়নের খোয়ামুড়ি গ্রামের প্রবাসী বাবর আলীর স্ত্রী। তার স্বামী দীর্ঘ ৮ বছর ধরে সৌদি আরবে আছেন। ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গ্যারাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্বামীর অনুপস্থিতিতে পারভীন একই ইউনিয়নের রফিকনগর গ্রামের দুদু কসাইয়ের ছেলে নুরু কসাই (৩৫)-এর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি তারা স্বামী–স্ত্রী পরিচয়ে গ্যারাদিয়া এলাকার নকিম উদ্দিনের স্ত্রী হেনার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। পারভীন আক্তার ও নুরু কসাইয়ের মধ্যে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল। এর জেরে সোমবার ভোরে বারান্দার গ্রিলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনার পর থেকে প্রেমিক নুরু কসাই পলাতক রয়েছে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, খবর পেয়ে সিঙ্গাইর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা হিসেবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।