শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

চ্যাট জিপিটিকে টেক্কা দিতে এসে ১০০ বিলিয়ন ডলার হারাল বার্ড!

Avatar photoFatima Sultana Emi

চ্যাটজিপিটির সাফল্য দেখে ‘বার্ড’ নামের একটি চ্যাটবট যুক্ত করতে কাজ করছে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল। তবে চ্যাটজিপিটিকে টেক্কা দিতে আসা বার্ড শুরুতেই বড় ধাক্কা খেয়েছে। তাদের চ্যাটবট ‘বার্ড’ একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে আর সেই এক ভুলে ১০০ বিলিয়ন ডলার হারিয়েছে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বার্ডের প্রচারণা চালাতে একটি বিজ্ঞাপন বানায় গুগল। বিজ্ঞাপনে দেখা যায়, বার্ডকে বলা হচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কে কিছু তথ্য দিতে। এই প্রশ্নের জবাবে বার্ড উত্তর দেয়, জেসম ওয়েব হলো প্রথম টেলিস্কোপ যেটি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের ছুবি তুলেছে। অথচ ২০০৪ সালেই ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ইভিএলটি) সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি তুলেছিল।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিজ্ঞাপনটি টুইটারে প্রকাশের পর ভুলটি নজরে আসে জ্যেতির্বিজ্ঞানীদের। তারা টুইটে বিষয়টি তুলে ধরেন। এ বিজ্ঞাপনের পরেই গুগলের পেরেন্ট কোম্পানি আলফাবেটের শেয়ার দর ৭ শতাংশ কমে যায়। যার ফলে কোম্পানিটির ব্র্যান্ড ভ্যালু ১০০ বিলিয়ন ডলার কমে গেছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ফেলো ক্রিস হ্যারিসন মজা করে টুইট করেছেন, ‘শেয়ারের আগে আপনারা কেন এ তথ্যের সত্যতা যাচাই করেননি?’

মাইক্রোসফট যখন চ্যাটজিপিটির সেবা নিয়ে আসে তখন থেকেই বেশ চাপে আছে গুগল। কারন চ্যাটজিপিটি ব্যবহার করে স্কুলের পাঠদান থেকে শুরু করে সব ধরণের লেখালেখি সহজে করা সম্ভব হচ্ছে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More