বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের ছাড়াই আসন্ন এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দীর্ঘদিন ধরেই তাদের ছাড়া দ্বিপাক্ষিক টি–টোয়েন্টি সিরিজ খেলে আসছে দেশটি। কিন্তু শেষ পর্যন্ত দুই তারকা ব্যাটারকে ছাড়াই মহাদেশীয় টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রবিবার (১৭ আগস্ট) আফগানিস্তান ও আবর আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি, যে দলটি এশিয়া কাপের জন্যও প্রযোজ্য।
ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে শারজায় ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এর পরপরই এশিয়া কাপ–২০২৫ আয়োজন করা হবে আবুধাবি ও দুবাইয়ে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
সাম্প্রতিক সময়ে সিরিজ খেলা ক্রিকেটারদের দীর্ঘ সময় টি–টোয়েন্টিতে বাজিয়ে দেখছিল পাকিস্তান। সেখানকার পারফরম্যান্স অনুসারেই নেওয়া হয়েছে স্কোয়াড।
ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড
সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আল