বান্দরবানে ৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ জুন) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের কাজ উদ্বোধন করেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, বান্দরবান পৌরসভার অর্থায়নে ৪ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে বড় ক্যাং সামনে থেকে ক্যচিংঘাটা সড়ক ও ড্রেন নির্মাণ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান কেন্দ্রীয় কবরস্থানের রাস্তা,গেট ও লাশঘর নির্মাণ, ১ কাটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান জেলা বাস টার্মিনাল ভবন নির্মাণ এবং ৫০ লক্ষ টাকা ব্যয়ে বাস টার্মিনালের মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
এছাড়াও ৬৯ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান ময়ূর চত্বর থেকে সদর হাসপাতাল যাওযার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন মন্ত্রী। এসময় মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সকল ধর্মের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। পার্বত্য এলাকায় আগামীতেও এ উন্নযনের ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো: রায়হান কাজমি, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আবু বিন ইয়াছির আরাফাত, বান্দরবান পৌরসভার মেয়র সৌরভ দাস শেখরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যমুই অং মারমা/এমি/দীপ্ত নিউজ