বান্দরবানে ১৬ ঘণ্টার ব্যবধানে দুটি ব্যাংকের তিনটি শাখায় হামলা ও ডাকাতির ঘটনায় পাহাড়ে আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার ও বুধবার বান্দরবানের রুমা ও থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র সদস্যরা। তারা টাকা লুট করে, কর্মকর্তা–কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়। লুট করে বেশ কিছু অস্ত্র ও গুলি। রুমায় সোনালী ব্যাংকে হামলা–ডাকাতি এবং ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনা রাতে হলেও থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে হামলা হয়েছে দুপুর বেলা।
দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্ট–কেএনএফ এর নাম এসেছে। এরা পাহাড়ে ‘বম পার্টি‘ নামে পরিচিত।
এঘটনার পর পাহাড়ে যৌথ অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আল / দীপ্ত সংবাদ