বান্দরবান জেলার দুর্গম রুমা সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ মে) কেওক্রাডং পাহাড় সংলগ্ন দুর্গম দার্জিলিং পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।
ইন্টার–সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, এ অভিযানে কেএনএ সন্ত্রাসীদের ব্যবহারকৃত বাঙ্কার, পর্যবেক্ষণ চৌকি, ৩ টি একে–২২ রাইফেল, ১ টি শটগান, ৭১ রাউন্ড তাজা এ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শটগান এ্যামোনিশন, বিপুল পরিমাণ বিস্ফোরক, ১ টি ড্রোন, ৩টি জুম্মল্যান্ডের পতাকা ও মোবাইল ফোনসহ ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গােয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান চলাকালীন সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে এক সশস্ত্র কেএনএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান জানান, কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে এখনও নিহতের নাম পরিচয় জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এসএ/দীপ্ত সংবাদ