ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বান্দরবানে কর্মরত সাংবাদিকরা। সোমবার (৩ এপ্রিল) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা প্রথম আলোসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের বিরুদ্ধে করা ডিজিটাল আইনের মামলা প্রত্যাহার, আইনটি সম্পূর্ণ বাতিলসহ সাংবাদিকদের লেখুনির স্বাধীনতা পাওয়ার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, এনটিভি প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি কৌশিক দাশ, সমকাল প্রতিনিধি উজ্জল তংচঙ্গ্যা প্রমুখ।
এছাড়া মানববন্ধনে বিভিন্ন জাতীয় ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ব্যানার, ফেস্টুন হাতে অংশ নেন।
আফ/দীপ্ত সংবাদ