চতুর্থ পর্যায়ে বান্দরবানে আরো ৪৩০ ভূমিহীন পরিবার পেলো মাথা গোজার ঠাঁই। বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে বান্দরবান জেলায় প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ধারাবাহিকতায় ৪৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। যার ১২৩টি সেমিপাকা ঘর ও ৩০৭টি মাচাং ঘর। এর মধ্যে সদর উপজেলায় ৪৫টি, লামা উপজেলায় ৪০টি, আলীকদম উপজেলায় ৭টি, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৫০টি, রুমা উপজেলায় ১১৬টি, রোয়াংছড়ি উপজেলায় ১২০টি ও থানচি উপজেলায় ৫২টি গৃহ হস্তান্তর করা হয়েছে।
জেলায় এর আগে প্রথম ধাপে ২১৩৪ টি, দ্বিতীয় ধাপে ৫৬৪ টি, তৃতীয় ধাপে ২৭৯টি ও চতুর্থ ধাপে ৪৩০টিসহ মোট ৩ হাজার ৮৭৭টি ঘর দেয়া হয়েছে।
ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এমি/দীপ্ত