চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে বাংলাদেশ নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) নৌ সদর দপ্তরের জারি করা এক চিঠিতে তাকে ‘পেনশন সংস্থানে বাধ্যতামূলক অবসর‘ এ পাঠাতে ঢাকার বিএনএস হাজী মহসিন (অতিরিক্ত) নৌ ঘাঁটিতে সংযুক্ত করা হয়। ১৯ আগস্টের মধ্যেই তাকে সেখানে উপস্থিত হতে বলা হয়েছে।
জানা গেছে, তার বিরুদ্ধে দুর্নীতি, জোরপূর্বক গুম এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর নৌবাহিনী এই ব্যবস্থা নিয়েছে।
মো. সোহেলকে ১৯৮৮ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নৌ জাহাজ, ঘাঁটি এবং সদর দপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
মো. সোহেল এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দপ্তরে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডিজিএফআই সদর দপ্তরে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোর (আইএবি) কর্নেল জিএস হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি।
উল্লেখ্য, গত ৭ আগস্ট বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে তাঁকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়।
এসএ/দীপ্ত সংবাদ