পূর্বাচলে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় আসা–যাওয়ার ভোগান্তি আর একেবারেই নেই। মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের সুবিধা মিলছে বাণিজ্যেমেলায় যাতায়াতের ক্ষেত্রে। রাজধানীর দুটি স্থান এবং নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকেও বাণিজ্যমেলার উদ্দেশ্যে চলছে শাটল বাস।
২০২২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন হয়ে আসছে পূর্বাচলে। এবার সেখানে চলছে মেলার ২৮তম আসর।
গত ২১ জানুয়ারি উদ্বোধন হয়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার। সময় যত যাচ্ছে, ততই জমে উঠছে মেলাটি। কিন্তু একটি প্রশ্ন, কীভাবে আসবো এই মেলা?
রাজধানী থেকে বেশ দূরত্বে বাণিজ্যমেলার অবস্থান হওয়ায়, মেলায় আসা–যাওয়ার বিষয় নিয়ে ভাবেন অনেকেই। ঢাকায় মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ চালু হওয়ায় সেই সুযোগ কাজে লাগিয়ে মেলায় যাতায়াত সহজ হয়েছে এবার।
যার সুফলও পাচ্ছে সাধারণ মানুষ। রাজধানীর আরেক ব্যস্ততম এলাকা কুড়িল বিশ্বরোড। বহুপথের সংযোগ এখানে।
বাণিজ্যমেলার বিগত আসরের মতো এবারও এখান থেকে শার্টল বাস চলছে পূর্বাচলে। প্রতিদিন গড়ে ৫০টির বেশি বাস এখান থেকে যাতায়াত করছে। ছুটির দিনে এই সংখ্যা হয় দ্বিগুণের বেশি।
বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্যমেলায় যেতে যাত্রীপ্রতি খামারবাড়ি থেকে ৭০ টাকা ও কুড়িল থেকে ৩৫ টাকা গুণতে হচ্ছে। ভালো অবকাঠামো হওয়ায় ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরাও স্বাচ্ছ্যন্দে মেলায় যেতে পারছেন। তাদের জন্য মেলার বাইরে আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। যেকোনো যানবাহন তিন ঘণ্টার জন্য ৫০ টাকায় পার্কিং সুবিধা পাওয়া যাচ্ছে।
ঢাকা ছাড়াও নরসিংদী ও নারায়ণগঞ্জেও আছে মেলার শার্টল বাস সার্ভিস। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত পর্যন্ত বাস সার্ভিস রয়েছে।
আল / দীপ্ত সংবাদ