রাজধানীর মধ্য বাড্ডায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ আদর (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বাড্ডার পোস্ট অফিস গলিতে এ ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আদর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
আদরকে হাসপাতালে নিয়ে আসা স্ত্রী নুসরাত সুলতানা ঢাকা পোস্টকে বলেন, “আমরা বাড্ডার পোস্ট অফিস গলিতে ভাড়া থাকি। প্রেম করে বিয়ে করার পর ফ্যামিলি মেনে না নেওয়ায় আমরা দুজনেই মানসিকভাবে চাপে ছিলাম। সকালে আদরের সঙ্গে আমার ঝগড়া হয়। পরে সে বাথরুমে ঢোকে। বেশ কিছু সময় পেরিয়ে গেলে দরজা না খোলায় আশপাশের লোকজন নিয়ে বাথরুমের দরজা ভাঙা হয়। পরে দেখি বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে সে ঝুলে আছে।“
এ ব্যাপারে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে একটি টিম পাঠিয়েছি। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
অনু/দীপ্ত সংবাদ