নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়াসহ শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে, রাজধানীর শিশু হাসপাতালে বাড়ছে রোগি।
বিশেষজ্ঞরা বলছেন, ঋতু পরিবর্তনের সাথে সাথে যেমন বেশ কিছু পরিচিত রোগ হয়, তেমনি হয় নতুন ভাইরাসেরও সংক্রমণ। সঠিক সময়ে চিকিৎসা না দিলে মৃত্যুঝুঁকি দেখা দিতে পারে।
নিউমোনিয়া ডায়রিয়া ও ঠান্ডা জনিত নানান অসুস্থতার কারণে, শিশুদের হাসপাতালে নিচ্ছেন অভিভাবকরা।
চিকিৎসকরা বলছেন, ঋতু পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে।
রাজধানীতে শীত না থাকলেও, ঢাকার বাইরে বেশ শীত পড়ে। এ সময় বাতাসে আদ্রতা কম থাকে। ফলে, সহজেই এসব রোগে আক্রান্ত হয় শিশুরা।
শুধু জ্বর, কাশি–ই নয়, হ্যান্ড ফুট এন্ড মাউথ, ঠান্ডাজনিত এলার্জি ও অন্যান্য ভাইরাসের সংক্রমণও দেখা যাচ্ছে। জটিলতা এড়াতে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞরা।
এসএ/দীপ্ত নিউজ