দীর্ঘ সময় পর ক্রেতার মাঝে স্বস্তি ফিরেছে ডিমের দাম কমায়। গরুর মাংসও কমে দাঁড়িয়েছে কেজি প্রতি ৬০০ টাকায়।
তবে অন্যান্য বছরের সঙ্গে একই সময়ের তুলনায়, এখনও চড়া শীতের সবজির দাম। বাজার জুড়ে হরেক রকমের শীতের সবজি। ফুলকপি, বাধাকপি, পটল দামে কিন্তু অটল তাই দাম নিয়েই যত গন্ডগোল।
শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ও বাধাকপি সাইজ ভেদে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দামও বেশ চড়া।
দাম নিয়ে বিক্রেতাদের অজুহাত হরতাল–অবরোধ।
বজারে নতুন আলু উঠতে শুরু করলেও দামে প্রভাব নেই। পুরান আলুই বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকায়। পাশাপাশি ঝাঁঝ কমেনি পেঁয়াজের।
সম্প্রতি চালের দাম উর্ধ্বমুখী হলেও অবশেষে তার রেশ টেনে ধরা গেছে। তবে বেড়েছে মসুর ও বুটের ডালের দাম। বিভিন্ন প্রকার মসলার দামও চড়া।
বাজরে চিনি নিয়ে চালবাজি রয়েই গেছে। মিলছে না ক্রেতার চাহিদা অনুযায়ি চিনি। বাজারে ঘাটতি রয়ে গেছে চিনির সরবরাহে।
বড় সুখবর গরীরের প্রোটিনের অন্যতম উৎস ডিমের দাম স্থিতিশীল রয়েছে। বিক্রি হচ্ছে ডজন প্রতি ১১৫ টাকায়।
বড় লাফে অনেকটাই কমেছে গরুর মাংসের দাম। টাউন হল বাজারে ৬০০ টাকায় মিলছে এক কেজি গরুর মাংস।
এসএ/দীপ্ত নিউজ