বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

বাজারে এলো সুজুকির ২৫০ সিসি দুইটি বাইক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশের বাজারে ২৫০ সিসির দুটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ে এসেছে সুজুকি বাংলাদেশ। মোটরসাইকেল দুটির মডেল হচ্ছে—সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০।

রবিবার (১ ডিসেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের একটি ইভেন্ট ভেনুতে এক জমকালো অনুষ্ঠানে মোটরসাইকেল দুটির উদ্বোধন করা হয়।

আগামী ৩ ডিসেম্বর থেকে বাংলাদেশের সব সুজুকির আউটলেটে মোটরসাইকেল দুটি পাওয়া যাবে। তবে ওইদিন সরাসরি মোটরসাইকেল কেনা যাবে না। এজন্য প্রি-বুকিং দিতে হবে এবং এ মাসেই গ্রাহকদের মোটরসাইকেল ডেলিভারি দেওয়া হবে।

অত্যাধুনিক প্রযুক্তি ও পারফরম্যান্স নিয়ে বাংলাদেশের বাজারে আসা মোটরসাইকেল দুটিতে ২৫০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এটিতে উন্নত ফুয়েল ইনজেকশন এফআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে সর্বোচ্চ পাওয়ার ডেলিভারি এবং জ্বালানি সাশ্রয় হবে। আর ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে সুজুকি অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) ব্যবহার করা হয়েছে।

এদিকে মটোজিপি প্রযুক্তির আদলে তৈরি ইঞ্জিনের বাইক দুটিতে ৬ স্পিড গিয়ারবক্স রয়েছে, যা সঠিক শক্তি সরবরাহ এবং নিখুঁত নিয়ন্ত্রণ নিশ্চিত করে। ডুয়েল-চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রাইডারদের উচ্চ গতিতে বা হঠাৎ ব্রেকিংয়ের সময় নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান করে, যা রাস্তায় আত্মবিশ্বাসী রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

বাংলাদেশের বাজারে জিক্সার ২৫০-এ ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু; জিক্সার এসএফ ২৫০-এ ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু, নিউ এডিশন মটো জিপি এবং নাইট্রো নিয়ান এডিশনের অ্যাগ্রেসিভ ডিজাইন রঙে পাওয়া যাবে। জিক্সার ২৫০-এর দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা এবং জিক্সার এসএফ ২৫০-এর দাম ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা।

অনুষ্ঠানে সুজুকি বাংলাদেশের ডিভিশনাল ডিরেক্টর শোয়ের আহমেদ বলেন, সুজুকি জিক্সার ২৫০ সিরিজ আমাদের মটোজিপি-অনুপ্রাণিত ডিএনএ এবং উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে তৈরি। এই সিরিজটি ২৫০ সিসি সেগমেন্টে নতুন মাইলফলক স্থাপন করেছে, যাতে রেসিং পারফর্ম্যান্স আর কমফোর্ট দুটোই বিদ্যমান।

সুজুকি বাংলাদেশের সিওও এ কে এম তৌহিদুর রহমান বলেন, এই বাইকগুলো রোমাঞ্চকর কিন্তু নিয়ন্ত্রিত অভিজ্ঞাতা নিশ্চিত করতে নিখুঁতভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। উন্নত এফআই প্রযুক্তি এবং এরোডাইনামিক ডিজাইন নিশ্চিত করেছে জিক্সার ২৫০ সিরিজ, যা বাংলাদেশের রাইডারদের জন্য অনন্য গতি, শক্তি এবং স্টাইলের নিশ্চয়তা দেওয়া।

তিনি আরও বলেন, সুজুকি বাংলাদেশ রাইডারদের জন্য উন্নত আফটার-সেলস সেবা নিশ্চিত করেছে। সার্ভিস সেন্টারগুলোতে এফআই ক্লিনার এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান রয়েছে, যারা বাইকের সর্বোচ্চ পারফরম্যান্স বজায় রাখতে সাহায্য করবে। রাইডাররা নিরবিচ্ছিন্ন সার্ভিস এবং আসল যন্ত্রাংশ পাওয়ার ব্যাপারেও নিশ্চিন্ত থাকবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, র‌্যানকনের জিএমডি রোমো রউফ চৌধুরী, র‌্যানকন হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, চিফ অপারেটিং অফিসার একেএম তৌহিদুর রহমান এবং হেড অব মার্কেটিং আমীন মাহমুদ।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More