অবরোধে গাড়িভাড়া বেশি হওয়ার কারণ দেখিয়ে এবার বাজারে চালের দাম বেড়েছে। চিনির দামও বেড়েছে কোন কারণ ছাড়াই। তবে সবজি ও মাছের দাম কিছুটা কমেছে।
পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকার পরও প্রায় সব ধরনের চালের দামই বেড়েছে। তবে বেশি বেড়েছে মোটা চালের দাম। কেজি প্রতি দাম বেড়েছে চার থেকে ছয় টাকা। এ অবস্থায় বিপাকে ক্রেতারা।
প্যাকেটজাত চিনির দাম বরাবর বেশি থাকলেও এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র।
শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় খোলা চিনির দামই বেশি।
কাঁচাবাজারে শীতের সবজির সরবরাহ বেশ ভাল। আমদানির পর আলু পাইকারিতে ৪০ টাকা এবং পেঁয়াজ মানভেদে ৮০ থেকে ১২০ টাকায় কেজি প্রতি বিক্রি হচ্ছে।
ইলিশের সঙ্গে চাষের ও খাল বিলের মাছ যোগ হওয়ায় বাজারে পর্যাপ্ত মাছের দেখা মিলছে।
সবজির দাম কমে এলেও চালের দাম ফের বাড়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।
এসএ/দীপ্ত নিউজ