এক জোড়া বাঘের বিনিময়ে প্রথমবারের মতো জলহস্তী পেলো চট্টগ্রাম চিড়িয়াখানা।
সোমবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ জলহস্তী দর্শনাথীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
নতুন আরও একটি প্রাণী দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শনাথীরা। কেউ কেউ নিজে মুঠোফোনে বন্দি করছেন আফ্রিকার এ প্রাণিটিকে। জলের সঙ্গে বিশেষ সখ্যতা বলেই প্রাচীন গ্রিক ভাষায় তাদের বলা হতো নদীর ঘোড়া।
প্রথমবারের মতো অতিথি হিসেবে আসা চট্টগ্রাম চিড়িয়াখানার এ জলহস্তির বয়স ১২ বছর। যার ওজন প্রায় ১৩শ কেজি। প্রাণী বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয় এ জলহস্তিকে।
কতৃর্পক্ষ জানায়, ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে রোমিও–জুলিয়েট নামে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় দেয়া হয়। এর বিনিময়ে ঢাকা থেকে এক জোড়া জলহস্তি পাওয়ার প্রথম ধাপে একটি পুরুষ জলহস্তি পেলো চট্টগ্রাম চিড়িয়াখানা।
সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ প্রাণি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
প্রায় ১০ একরের চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ৬৯ প্রজাতির পশুপাখি রয়েছে।
এসএ/দীপ্ত নিউজ