উন্নয়ন সহযোগি সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় ফ্যামিনিস্ট ইন একশন কর্মসূচীর আওতায় উপকুলীয় জেলা বাগেরহাটের প্রান্তিক কিশোরী বালিকা ও যুব নারীদের যৌন, প্রজনন স্বাস্থ্য অধিকারের উন্নয়ন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল–আসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, অক্সফ্যাম প্রতিনিধি শাহজাদী বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, বিঞ্চুপুর ইউপি চেয়ারম্যান এমডি মাসুদ রানা, ওয়াদা এর চেয়ারম্যান এন্ড সিইও নিলুফা আক্তার ইতিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, বাগেরহাটের কিশোরী বালিকা ও যুব নারীদের যৌন প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের উন্নয়ন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধের জন্য জ্ঞান দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন, যেমন ঋতু স্রাবকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা, আধুনিক গর্ভনিরোধ, জরুরী গর্ভনিরোধ, যৌন ও স্ত্রীরোগ, গর্ভকালীন যত্ন ও ক্ষতিকারক অনুশীলন প্রতিরোধের বিষয়গুলো তুলে ধরেন।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ