বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি‘র প্রভাবে গতকাল (১৬ নবেম্বর) বিকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় জেলা বাগেরহাটে। সময়ের সাথে সাথে বাড়ছে বৃষ্টির তীব্রতা ও বাতাসের গতি।
এরই মধ্যে মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহওয়া অফিস। বন্ধ রয়েছে মোংলা বন্দরের পণ্য ওঠানার কাজসহ সকল কার্যক্রম।
জেলায় গত ২৪ ঘন্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে মোংলা আবহওয়া অফিস।
সমুদ্র উত্তাল থাকায় বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সুন্দরবনের দুবলায় জেলে পল্লীতে।
এরই মধ্যে প্রায় দুই হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছে বলে নিশ্চিত করেছে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন।
জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আঘাত মোকাবিলায় জেলায় নগদ ৯ লাখ টাকা, ৬৫০ মেট্রিক টন চাল ও ৩৫৯টি আশ্রয় কেন্দ্রে প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, এক হাজার ৯২০ জন সিপিবি এবং রেডক্রিসেন্ট সদস্য ও বিএনসিসিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আরও ৫শ জন সদস্য মাঠ পর্যায়ে কাজ করছেন। এছাড়া বিভিন্ন এনজিও সংস্থাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ