মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষককে গুলি করল বিএসএফ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সিংগীমারী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম।

শুক্রবার (৭ জুন) বিকল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের তিনজনের একজনের নাম আলতাব হোসেন (৫৫)। তিনি সিংগীমারী ইউনিয়নের বাচ্চা শেখের পুত্র বলে জানা গেছে। আহত অপর দুজনের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, ওই সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮৯ সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যান্তরে মাঠে কাজ করছিলো কৃষক আলতাব হোসেন ও অন্যান্যরা। এ সময় ভারতীয় বিএসএফ বাংলাদেমে প্রবেশ করে তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। ওই গুলিতে ৩ জন আহত হন।

সিংগীমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, ‘ছররা গুলি চালানো হয়। তিনজন আহত হয়েছে। এর মধ্যে আলতাফ হোসেন একটু বেশী অসুস্থ’। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অন্যরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিজিবির সিংগীমারী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম বলেন, ‘এ মুহর্তে বিএসএফর সঙ্গে পতাকা বৈঠক চলছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি।

জে/মাহমুদুল হক/লালমনিরহাট/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More