বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে হংকং।
এর আগে আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। বল হাতে নিজের প্রথম ওভারেই সাফল্য পান তাসকিন আহমেদ। হংকংয়ের ওপেনার অংশুমান রাথকে উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দী করেন তিনি। এই ব্যাটার ফেরেন ৪ রানে।
শুরুতেই ধাক্কা খাওয়ার পর কিছুটা সাবধানে এগোতে থাকে হংকং। তবে এই জুটিকে বেশিক্ষণ টিকতে দেননি তানজিম হাসান সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে ১৪ রান করা বাবর হায়াতকে বোল্ড করেন তিনি। অন্যপ্রান্তে দেখে খেলতে থাকা জিসানকে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন নিজাকাত।