বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন।
মালয়েশিয়া সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে সোমবার (১১ আগস্ট) রাতে একথা জানান তিনি। মঙ্গলবার (১২ আগস্ট) মালয় মেইল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং শরণার্থী সংকট সমাধান মালয়েশিয়ার অন্যতম অগ্রাধিকার। বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে চাপ বহন করছে, মালয়েশিয়া সেক্ষেত্রে পাশে থাকবে। তিনি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা পৌঁছে দেয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
বাংলাদেশি কর্তৃপক্ষের বহুপাক্ষিক ফোরামে সক্রিয় ভূমিকার প্রশংসা করে আনোয়ার জানান, মিয়ানমার ইস্যুতে আঞ্চলিক সহযোগিতা জোরদারে আসিয়ানভুক্ত দেশগুলোর একসঙ্গে কাজ করা জরুরি। এ প্রসঙ্গে তিনি জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহম্মদ হাসান ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং থাইল্যান্ডের সঙ্গে সমন্বয় করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমার সফরে যাবেন, যেখানে শান্তি প্রতিষ্ঠা ও নৃশংসতার শান্তিপূর্ণ সমাধান খোঁজা হবে।
এর আগে সোমবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। সফরসূচি অনুযায়ী তিনি মঙ্গলবার বিকেলে একটি ব্যবসায় ফোরামে এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। বুধবার তিনি ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার আচার্য ও নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।