বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ব্যাপক প্রচার প্রচারণা চলছে। তবে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ বিশ্বব্যাপি বলে দাবি করেছে বিএনপি।
পর্যবেক্ষকদের জানানো হয়েছে, দলটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। দেশে নির্বাচনের পরিবেশ নাই বলে জানানো হয়। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, দেশের মানুষ ভোটচুরির কারণে ভোটাধিকার থেকেও বঞ্চিত বলে অভিযোগ করেছে দলটি।
এদিকে আওয়ামী লীগ মনে করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য।
বিএনপি যদি এবার নির্বাচনে আসে তাহলে নির্বাচনের শুরু থেকেই তারা এই সব ইস্যু তুলবে এবং শেষ পর্যন্ত নির্বাচন বানচালের চেষ্টা করবে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেই সহিংসতা বাড়বে, সন্ত্রাস তৈরি হবে এবং নির্বাচনে উৎসবের আমেজ নষ্ট হয়ে যাবে। এর ফলে আন্তর্জাতিক মহল এই নির্বাচনকে ঘিরে নানা রকম অবস্থান গ্রহণ করবে। যেটা সরকারের জন্য ইতিবাচক নয়।
পূর্ণিমা/দীপ্ত নিউজ