বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে না নারী ক্রিকেট বিশ্বকাপ। যদিও আগামী ৩ থেকে ২০ অক্টোবর বাংলাদেশে হওয়ার কথা আইসিসি নারী টি–২০ বিশ্বকাপ।
মঙ্গলবার (২০ আগস্ট) ক্রিকবাজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিকে বাংলাদেশে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি।
আইসিসির বোর্ড মিটিংয়ে উপস্থিত সদস্য–পরিচালকরা অভিমত দিয়েছেন, বৈশ্বিক এই ইভেন্টটি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আয়োজন করা ঠিক হবে না। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই পরিস্থিতিতে টুর্নামেন্ট ছেড়ে দিতে সম্মত হয়েছে। তবে আয়োজক হিসেবে বাংলাদেশের নামই থাকবে।
যদিও জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা আগ্রহ প্রকাশ করেছিল, তবে সংযুক্ত আরব আমিরাতকে বেশ কয়েকটি কারণে এগিয়ে রাখা হচ্ছে। বিশেষ করে সেখানকার অনুকূল আবহাওয়া এবং বাংলাদেশের টাইম জোনের সঙ্গে সেখানকার মিল থাকায় আরব আমিরাতেই টি–টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরটি আয়োজিত হতে যাচ্ছে।