শেখ হাসিনা ভুল কিছু করেননি। তিনি দেশে সেরা সরকারই পরিচালনা করেছেন। তবে তিনি এখন হতাশ ও ভগ্নহৃদয়। বাংলাদেশে তাঁর অধ্যায় শেষ—এমনটাই জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
জয় বলেন, শেখ হাসিনা শক্ত হাতে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। দেশের রাজপথে রক্তপাত চাননি বলেই তাঁর মা বাংলাদেশ ছেড়েছেন। বর্তমানে তাঁর বয়স ৭৭ বছর। তিনি এখন তাঁর নাতি–নাতনিদের সঙ্গে সময় কাটাবেন।
জয় আরও বলেন, শেখ হাসিনা ৩ আগস্ট পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর চায়নি।
শেখ হাসিনার লন্ডনে যাওয়ার পরিকল্পনার খবরের বিষয়ে জয় বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। লন্ডন–সংক্রান্ত প্রতিবেদন সত্য নয় এবং তিনি কোনো আশ্রয়ও চাননি।
এসএ/দীপ্ত সংবাদ