বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউস অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ভার্জিনিয়া বাসিন্দা ব্রেন্ট ক্রিস্টেনসেন, যিনি সিনিয়র ফরেন সার্ভিস, ক্লাস অফ কাউন্সেলর একজন ক্যারিয়ার সদস্য, তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে মনোনীত করা হয়েছে।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমানে মার্কিন পররাষ্ট্র দফতরে ‘আন্ডার সেক্রেটারি‘ হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি তাকে প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত করেন।
এছাড়া, সিনিয়র ফরেন সার্ভিস কর্মকর্তা হিসেবে ঢাকা, মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ক্রিস্টেনসেন।
এসএ