গত কয়েক বছরে ভারত ও নেপালে বাঘের সংখ্যা বাড়লেও কমেছে বাংলাদেশে। সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ পদক্ষেপ নিলে বাংলাদেশেও বাঘের সংখ্যা বাড়ানো সম্ভব।
পরিসংখ্যান বলছে, বর্তমানে ভারতে মোট ৩ হাজার ৬৮২টি বাঘ রয়েছে। ভারতে প্রতি বছর ছয় শতাংশ হারে বাঘের সংখ্যা বাড়ছে। ৩০ বছর আগেও দেশটিতে বাঘের সংখ্যা ২ হাজারের নিচে ছিল।
শুধু ভারতেই নয়, দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালেও বাঘের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটিতে ২০০৯ সালে বাঘের সংখ্যা ছিল ১২১টি। কিন্তু ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৫৫টিতে। বিলুপ্তির হাত থেকে বাঁচাতে ২০১০ সালে বাংলাদেশসহ ১৩টি দেশ ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য নেয়। কিন্তু এ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করতে পারেনি বাংলাদেশ।
নির্বিচারে শিকার ও বাসস্থান ধ্বংসের কারণে ১৯৭০–এর পর থেকে ক্রমেই বাঘ কমেছে। তবে কর্মকর্তারা বলছেন, যথাযথ পদক্ষেপ নিলে বাংলাদেশেও বাঘের সংখ্যা বাড়ানো সম্ভব।
আল/দীপ্ত সংবাদ