বিজ্ঞাপন
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

বাংলাদেশে এলো বিওয়াইডির হাইব্রিড এসইউভি ‘সিলায়ন-৬’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ: সর্বশেষ সম্পাদনা:

জ্বালানি ও চার্জ—দুই মাধ্যমেই চলতে সক্ষম হাইব্রিড প্রযুক্তির এসইউভি ‘সিলায়ন-৬’ আনলো সিজি-রানার বাংলাদেশ। বিশ্বখ্যাত চীনা অটোমোবাইল ব্র্যান্ড বিওয়াইডির এই মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় মঙ্গলবার (২৯ এপ্রিল)।

রাজধানীর তেজগাঁওয়ের বিওয়াইডি ফ্ল্যাগশিপ বিক্রয়কেন্দ্র থেকে শুরু হয়ে মাওয়া হিলশা রেস্তোরাঁ পর্যন্ত ‘বিওয়াইডি মিডিয়া ড্রাইভ’ অনুষ্ঠানে গাড়িটির পারফরম্যান্স ও সুবিধা সরেজমিনে পরখ করেন সাংবাদিক ও অতিথিরা।

সিলায়ন-৬ একটি প্লাগ-ইন হাইব্রিড এসইউভি, যা একসঙ্গে অকটেন ও বৈদ্যুতিক চার্জে চলে। ‘ওসেন অ্যাসথেটিকস’ নকশাধারায় তৈরি গাড়িটির সামনের অংশে রয়েছে বড় ফ্রন্ট গ্রিল, স্লিক এলইডি হেডলাইট ও স্কাল্পটেড বডি শেপ। ১,৯৪০ কেজি ওজনের গাড়িটির ৭ ইঞ্চি গ্রাউন্ড ক্লিয়ারেন্স অফ-রোড ও হাইওয়ে উভয় যাত্রায় কার্যক্ষমতা নিশ্চিত করে।

গাড়িটিতে ডিএমআই প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন ও শক্তিশালী ইলেকট্রিক মোটর রয়েছে, যা মাত্র ৮.৫ সেকেন্ডে ঘণ্টায় ১০০ কিমি গতি তুলতে সক্ষম। ঝাঁকুনিহীন ড্রাইভিং অভিজ্ঞতা, তিনটি ড্রাইভ মোড (ইকো, নরমাল ও স্পোর্টস), এবং উন্নত ব্রেকিং সিস্টেম এটিকে করে তোলে আধুনিক শহর ও দীর্ঘ যাত্রার জন্য উপযুক্ত।

গাড়িটিতে আছে প্যানারোমিক সানরুফ, ১৫.৬ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ইনফিনিটি ব্র্যান্ডের ১০টি স্পিকার, মাল্টি জোন ক্লাইমেট কন্ট্রোল ও ভয়েস কমান্ড সিস্টেম। অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমের আওতায় লেন কিপ অ্যাসিস্ট, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, অটো ব্রেকিংসহ ১০টি ক্যামেরায় ৩৬০ ডিগ্রি ভিউ ও ৬টি এয়ারব্যাগ রয়েছে।

গাড়িটি সম্পূর্ণ চার্জ ও ফুল ট্যাংকে একসঙ্গে চলতে পারে ১,০৯২ কিমি পর্যন্ত। প্রতি কিলোমিটারে খরচ পড়বে মাত্র ৪ টাকা ১২ পয়সা, আর শুধু চার্জে চললে ৩ টাকার কম। চার্জিং সুবিধায় রয়েছে ইউএসবি, টাইপ-সি ও মোবাইলের জন্য তারবিহীন চার্জিং। চাবি ছাড়াও এনএফসি কার্ড দিয়ে গাড়ি চালানো সম্ভব।

প্রথম ২০০ জন ক্রেতার জন্য গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩ লাখ ৯০ হাজার টাকা। ৭০ শতাংশ পর্যন্ত ব্যাংক ঋণের সুবিধাও রয়েছে। গাড়ির ব্যাটারি ও ড্রাইভ ইউনিটে ৮ বছর এবং অন্যান্য অংশে ৬ বছরের ওয়ারেন্টি দেয়া হবে।

বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপক চার্লস রেন জানান, ‘সিলায়ন-৬ অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবেশবান্ধব গাড়ি। ভবিষ্যতে আরও উন্নত ও সাশ্রয়ী মডেল আনার পরিকল্পনা রয়েছে আমাদের।’

বিওয়াইডি গ্রাহক অভিজ্ঞতা বিশেষজ্ঞ রেজওয়ান রহমান বলেন, ‘বিওয়াইডি সিলায়ন সিক্স একটা প্লাগইন হাইব্রিড ইলেকট্রিক গাড়ি। এটির সুবিধা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রিক চার্জেও চালাতে পারবেন। প্রয়োজন হলে রেগুলার তেলের গাড়ির মতো চালাতে পারবেন।’

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More