বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫

বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক গোলাম সারোয়ার খান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতিসংঘ আওতাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশন পরিচালক (কূটনৈতিক ও ফাইন্যান্স) এবং দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত গোলাম সরোয়ার খান বাংলাদেশে আসতে যাচ্ছেন।

আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ডেনমার্ক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।

বিমানবন্দরে গোলাম সরোয়ার খানকে স্বাগত জানাবেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বাসেডর প্রফেসর ড. মিজানুর রহমান, অ্যাম্বাসেডর প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।

এছাড়াও উপস্থিত থাকবেন আইন সহায়তা সেল প্রধান আইনজ্ঞ মো. আব্দুল মোমেন চৌধুরী, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ স ম রাগীব আহসান মুন্না, সদস্য সৈয়দ মুহাম্মদ আইয়ুব আলী, সদস্য তারিকুল ইসলাম ফয়সাল প্রমুখ।

গোলাম সরোয়ার খান আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। অবস্থানকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদ, শহিদ ওয়াসিম আকরাম ও শহিদ মীর মুগ্ধসহ শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সঙ্গে দেখা করবেন।

এছাড়াও তিনি ৭ দিনের সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More