আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে একটি ‘মডেল’ নির্বাচনের তাগিদ দিয়েছে দেশটি।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে শেষে ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার (১০ এপ্রিল) সেখানকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মোমেন।
এ সময় মন্ত্রী বলেন, বৈঠকে যে বিষয়গুলোতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে অন্যতম ছিল অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচন। একটা মডেল নির্বাচন করতে হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশও সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরাও একটি মডেল নির্বাচন চাই। এ বিষয়ে আপনারাও আমাদের সাহায্য করেন, আমরা যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারি।
এ সময় জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ পর্যবেক্ষণ পাঠানোর আমন্ত্রণও জানান মোমেন।
মোমেন আরও জানান, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে ঢাকা। দেশের শ্রম খাতের সংস্কার চলছে জানিয়ে বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
আল/দীপ্ত সংবাদ