মানবাধিকার সমুন্নত রেখে র্যাব, আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসবাদ দমনে ভালো কাজ করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠককালে তিনি আরো জানান, বাংলাদেশ সঠিক পথে হাঁটছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত মিলেছে।
রবিবার সফরের দ্বিতীয় দিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দফায় দফায় সৌজন্য সাক্ষাত করেন পররাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সাথে। পরে অংশ নেন যৌথ ব্রিফিংয়ে। কথা বলেন বাংলায়।
যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত জানান, মানবাধিকার রক্ষায় উন্নতি করেছে বাংলাদেশ। কমেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড।
ডোনাল্ড লু বলেন “হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি বলছে, বিচারবহির্ভূত হত্যার সংখ্যা কমানোর ক্ষেত্রে র্যাবের অসাধারণ অগ্রগতি রয়েছে। আমরাও এই অগ্রগতির বিষয়টি স্বীকার করি। এতে প্রমাণ হয়, মানবাধিকার সমুন্নত রেখে র্যাব, আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসবাদ দমনে ভালো কাজ করছে”
পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের মতো বন্ধু রাষ্ট্রের ভালো পরামর্শ সবসময় গ্রহণ করে বাংলাদেশ।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে করেন ডোনাল্ড লু। ছিলেন, সুশীল সমাজের প্রতিনিধিরাও। তিনি জানান, বিএনপির রাজপথের স্বাভাবিক কর্মসূচির ব্যাপারে সরকারের অবস্থান ডোনাল্ড লু-কে জানানো হয়েছে।