বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এক চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকালে রাজধানী হোটেল সোনারগাঁও এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকা সফরত পাকিস্তান উপ–প্রধানমন্ত্রী ইসহাক দার ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে বৈঠক শেষে এ সই কার্যক্রম সম্পন্ন হয়।
বৈঠকে বাংলাদেশ পক্ষে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম‘সহ পররাষ্ট্র মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, এক যুগ পর শনিবার (২৩ আগস্ট) ২ দিনের সরকারি সফরে ঢাকা আসেন পাকিস্তান উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
এসএ