তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে শুক্রবার (২৯ ডিসেম্বর) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
মাউন্ট মঙ্গানুইয়ে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টা ১০ মিনিটে।
নিউজিল্যান্ডের নেপিনার থেকে মাউন্ট মঙ্গানুইয়ে অনেকবারই গিয়েছে বাংলাদেশ দল। তবে এবারের যাত্রাটা বেশ ভিন্ন। সিরিজের প্রথম টি–টোয়েন্টি জিতে এগিয়ে থাকা দলের প্রত্যেকের চোখে এখন নতুন ইতিহাস গড়ার স্বপ্ন।
২০২২ সালের জানুয়ারিতে, মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে, টেস্টে কিউইদের হারিয়ে নতুন ইতিহাস গড়েছিলো মুমিনুল হকের দল।
২০২৩ সালের শেষদিকে এসে সেই একই ভেন্যুতে আরেকটি রেকর্ড গড়ার হাতছানি শান্তদের সামনে।
প্রথম ম্যাচে শরীফুল, মাহেদী, রিশাদদের সামলাতে রীতিমত হিমশিম খাওয়া ব্ল্যাকক্যাপরা, সিরিজে টিকে থাকতে মরণ কামড় দিতে চাইবে, এটাই স্বাভাবিক। নেপিয়ারের মতো একই উইকেট মাউন্ট মঙ্গানুয়েতেও।
বোলারদের স্বর্গরাজ্যে তাই টস জেতাটাই এখন মহা গুরুত্বপূর্ণ।
প্রথম ম্যাচে বা–পাঁয়ে টান পাওয়ায়, দ্বিতীয় ম্যাচে লিটন দাসের খেলা অনিশ্চিত। এছাড়া পরিবর্তনের আর আভাস নেই। তবে স্বাগতিকদের একাদশে হতে পারে একাধিক পরিবর্তন।
এসএ/দীপ্ত নিউজ