কক্সবাজার নাফ নদীর মোহনা থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
মঙ্গলবার (৮ এপ্রিল) টেকনাফ–সেন্ট মার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমা থেকে আরাকান আর্মি অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতি সাধারণ সম্পাদক আবুল কালাম।
তিনি জানান, মাছ ধরার দুটি ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের এখনও কোনো খোঁজখবর পাওয়া যায়নি।
আবুল কালাম আরও বলেন, দুটি ট্রলারের মধ্যে একটির মালিক আমি, অপরটির মালিক মোহাম্মদ শাওন। কিছুদিন পরপর আরাকান আর্মি এ ধরনের ঘটনা করছে। ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীসহ জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীদের সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হবে।’
এসএ