নতুন বছর বরণে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে ভিড়। ব্যস্ত হোটেল-মোটেল ব্যবসায়ীরা।
২০২২ এর শেষ সূর্যাস্ত আর ২০২৩ সালের নতুন সূর্য দেখতে কুয়াকাটায় ভিড় করছেন হাজারো পর্যটক। সৈকতের জিরো পয়েন্ট, লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতির লেকসহ দর্শনীয় সব স্পটেই উচ্ছাসে মেতেছেন তারা।
পর্যটকে ভরা হোটেল-মোটেল। তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একই চিত্র বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। অতিথিদের পদচারণায় মুখর বিভিন্ন স্থান। নতুন বছরকে বরণের অপেক্ষায় সবাই।
এবার থার্টি ফার্স্ট নাইটে সৈকতের উন্মুক্ত স্থানে সব ধরনের আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, হোটেল-মোটেলে আনন্দ-উল্লাসে বাধা নেই।
পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কক্সবাজারের বেশির ভাগ হোটেল মোটেল পর্যটকে ঠাসা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।