বরিশালের নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নামে একসঙ্গে উদ্বোধন করা হলো তিনটি সেতু। উপজেলার প্রত্যন্ত এলাকায় এ সকল সেতু স্থাপনের ফলে সরাসরি সড়ক যোগাযোগ, নাগরিকদের জীবনযাত্রা মানোন্নয়ন হওয়ার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ হওয়ায় আনন্দিত স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৩ এপ্রিল) উপজেলার হাসানপুর এলাকায় স্থাপিত সেতুটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ এমপি। একইভাবে এই এলাকার কৃতি সন্তান, অমর একুশে গানের রচিয়তা আব্দুল গাফফার চৌধুরী ও শহীদ মারুফ চৌধুরীর নামে আরও দুটি সেতু নামকরণ ও উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার কৃতি সন্তানদের নামে সেতুগুলো নামকরণ করায় তারা আনন্দিত। একই সঙ্গে উপজেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ, শিক্ষার্থীদের যাতায়াত, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়ন হবে।
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সন্তান বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক চৌধুরীর নামে নামকরণ করা হয় একটি সেতু। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন এই এলাকার কৃতি সন্তান আমিনুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আইনজীবী সমিতির চারবার সভাপতি ও জেলার গভর্নর হিসেবেও কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন।
বরিশাল– ৪ এর সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, মেঘনা তীরবর্তী অবহেলিত ও পশ্চাতপদ এ জনপদে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। উপজেলার সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক ও ফেরি যোগাযোগ নিশ্চিত করা হয়েছে। এলাকার কৃতি সন্তানদের নামে এ সেতুগুলো নামকরণ করা হয়েছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে বলেও জানান তিনি।
এলজিইডির বাস্তবায়নে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি সেতুর দৈর্ঘ্য ৬৬ মিটার। সেতুগুলো উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভিত্তি প্রস্থ স্থাপন শেষে স্থানীয় বাসিন্দাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এফএম/দীপ্ত সংবাদ