আজ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ প্রদান আরম্ভ হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৬৫ জন প্রার্থী।
মনোনয়নপত্র যাচাই–বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্তভাবে ৭ বৈধ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জাকের পার্টির মেয়র প্রার্থীরা দলীয় প্রতীকে এবং অপর তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
নগরীর ৩০ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১১৬ জন কাউন্সিলর প্রার্থী, এর আগে বৃহস্পতিবার (২৫ মে) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ২১ জন বৈধ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সংরক্ষিত নারী আসনের ১০টি কাউন্সিলর পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থী।