মহানগরের সর্বত্র নির্বাচনী আমেজ ও উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের পর ভোর থেকে প্রচারণায় নেমেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
শনিবার (২৭ মে) প্রথম দিনে প্রতীক বরাদ্দের একদিনের মধ্যে পাল্টে গেছে পুরো নগরীর চিত্র। সর্বত্র মাইকিং, ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে নগরীর অলি–গলি।
সকাল সাড়ে দশটায় নগরীর বটতলা এলাকার জনসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। বেলা ১১ টায় নগরীর বাংলা বাজারে এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করিম। সুখে দুখে ভোটারদের পাশে থাকার অঙ্গীকার করেন তারা।
এর আগে শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ নির্বাচনী বিশেষ বর্ধিত সভা আয়োজন করে। সভায় সিটি নির্বাচন নিয়ে বিভক্ত হয়ে পড়া জেলা মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ একযোগ নৌকা বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বরিশাল সিটি করপোরেশন ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭২ হাজার। ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে চান তারা।
সিটি করপোরেশন নির্বাচনে ৭ মেয়র প্রার্থী, ১১৬ জন কাউন্সিলর প্রার্থী, সংরক্ষিত নারী আসনে ৪২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
মর্তুজা জুয়েল/আফ/দীপ্ত নিউজ