শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে বরশিতে ধরা পড়লো ১০ কেজি ওজনের একটি বড় চিতল মাছ। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শরীয়তপুর সদর উপজেলার কীর্তিনাশা নদীতে স্থানীয় জেলে বেলাল হোসেন মাছ ধরার সময় এ বিশাল মাছটি ওঠে তার বরশিতে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বাসিন্দা বেলাল হোসেন প্রায়ই বরশি দিয়ে মাছ ধরেন। সকালে বরশি ফেলার কিছুক্ষণ পরই বড় ধরনের একটি টান অনুভব করেন তিনি। এরপর প্রায় ১৫–২০ মিনিটের চেষ্টায় মাছটি ওঠাতে সক্ষম হন। এত বড় সাইজের চিতল মাছ দেখতে উৎসুক জনতা ভিড় করেন। পরে স্থানীয় পালং মাছ বাজারে ১৪০০ টাকা প্রতি কেজি দরে ১৪০০০ টাকায় কয়েকজন ক্রেতা ক্রয় করে নিজেদের মধ্যে ভাগ করে নেন।
স্থানীয় বাসিন্দা আমির সিকদার বলেন, কীর্তিনাশা নদীতে এভাবে বড় দেশি মাছ খুব একটা ধরা পড়ে না। তাছাড়া এত বড় চিতল মাছ এর আগে কখনও দেখিনি।
বেলাল হোসেন বলেন, এত বড় চিতল বরশিতে ওঠানো সত্যিই কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত তুলতে পেরে আমি খুব খুশি।
সালাউদ্দিন রুপম/এজে/দীপ্ত সংবাদ