ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবের গভীর ক্ষত বরগুনায় এখনও রয়ে গেছে। প্রাণহানি ও সহায় সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিধ্বস্ত হয়, বরগুনার ৪৮৪ কিলোমিটার বাঁধ। সেখানে এখনও টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হয়নি।
সিডরের ১৭ বছর পার হয়ে গেলও স্ত্রী আখী ও তিন বছরের শিশু তানজিলা হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছেন বরগুনা জেলার আসলাম। ত্রাণের অর্থে উপকূলীয় জেলা বরগুনার অনেকেরই ঘর হয়েছে। তবে, ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত বেড়িবাঁধ আজও নির্মিত হয়নি।
নিচু বেড়িবাঁধের কারণে প্রতিবছর অমাবস্যা–পূর্ণিমায় জোয়ার ও ছোটখাটো ঘূর্ণিঝড়ে প্লাবিত হয় একাধিক গ্রাম। স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানালেও, ১৭ বছরে তা পূরণ করেনি কেউ।
ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছিল উপকূলীয় জেলা বরগুনার ১ হাজার ৩৪৫ জনের প্রাণ। লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ৭৭ হাজার বাড়িঘর। বিধ্বস্ত হয়েছিল জেলার ৪৮৪ কিলোমিটার বাঁধ।
আল/দীপ্ত